
আধুনিক ‘চেক’ শদ্বটি এসেছে আরবী ‘সাক’ থেকে । সাক হলো মাল ডেলিভারি দেয়ার পর পণ্যের মূল্য পরিশোধের একটি লিখিত অঙ্গীকারনামা । পূর্বে আরবীয়রা বিপজ্জনক জায়গায় অর্থ বহনের ঝুঁকি এড়াতে ‘সাক’ এর আশ্রয় নিতেন । নবম শতাদ্বীতে একজন মুসলিম ব্যাবসায়ী বাগদাদের যেকোন ব্যাংক থেকে নিজের নামে ইস্যুকৃত ‘সাক’ সুদূর চীনে গিয়েও ভাঙ্গাতে পারতেন ।
অত্যান্ত পরিতাপের বিষয় হলো এই যে, মুসলিমদের ইতিহাস লুকিয়ে পশ্চিমারা এ ‘চেক’ আবিষ্কারের কৃতিত্ব নিজেদের করে নিয়েছে । এরকম আরও অনেক ইতিহাস তারা নিজেদের করে নিয়েছে । মুসলমানরা যেহেতু জ্ঞানচর্চা থেকে দূরে সরে গেছে তাই নিজেদের স্বর্ণালী ইতিহাস খুইয়ে পশ্চিমা বিশ্বের দিকে ঝুঁকে গেছে । অথচ এই পশ্চিমা বিশ্ব যে আধুনিক সভ্যতার উপরে দাঁড়িয়ে আছে তা সম্পূর্ণ মুসলমানদের থেকে ধার করা ।
#IGSRC
তথ্যসূত্র:
- History of Arabs: p.k Hitti, London, 1972
- The Wikipidia: The Free Encyclopedia .
- History of Arabs: Professor dr. Siyeed Mahmudul Hassan