বিজ্ঞানের ইতিহাসে নবম শতাদ্বীর মুসা ভ্রাতৃত্রয় এক বিরল ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন ।উনাদের সময়কাল ছিলো ৮০৩ সাল থেকে ৮৭৩ ইসায়ী পর্যন্ত ।
(১) আবুল কাশেম আহমদ
(২)আবু জাফর মুহাম্মদ এবং
(৩)হাসান ইবনে মুসা বিন শাকীর
এই তিন ভাই বাল্যকালেই পিতাকে হারান; খলিফা আল মামুন তাদের লালন পালন ও শিক্ষার দায়িত্ব নেন ।মামুনের শিক্ষা ও বিজ্ঞানের বিশাল কর্মযজ্ঞে এক সময় এই তিন ভাই জাড়িত হয়ে পড়েন এবং স্ব স্ব ক্ষেত্রে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখেন । তাঁদের বিশেষ বৈশিষ্ঠ্য যে, রচিত সকল গ্রন্থ-গবেষণা তিন ভাই অথবা যে কোন দুই ভাই এর নামেই পাওয়া যায় । ‘আবু জাফর মুহাম্মই’ প্রতিভার বিচারে সর্বশ্রেষ্ঠ ছিলেন । আর ‘হাসান ইবনে মুসা’ ছিলেন গাণিতবিদ হিসাবে শ্রেষ্ঠ ; ‘আহমদ’ ছিলেন যান্ত্রিক ও ব্যাবহারিক সমস্যার সমাধানে পারদর্শী ।
দ্রাঘিমা ও অক্ষরেখার কেন্দ্রস্থল যখন আবিষ্কৃত হয়নি, তখন ভ্রাতৃত্রয় লোহিত সাগরের তীরে নির্ভুলভাবে ডিগ্রি মেপে পৃথিবীর প্রকৃত আকার ও আয়তন নির্ণয় করেন । পূর্ববর্তী মুসলিম বিজ্ঞানীদের পৃথিবী গোল হওয়ার ধারণা এই তিন ভাই কাজে লাগান ।
জ্যেতির্বিজ্ঞানে ক্রান্তি বৃত্তের তীর্যকতা (The obliquity of the Ecliptic) সম্পর্কে আলোচনা সর্বপ্রথম আলোচনা তাঁরাই করেন । চক্রবাল থেকে চন্দ্রের তুঙ্গত্বের হ্রাস বৃদ্ধি অথবা চন্দ্রের উচ্চতার তারতম্য
পর্যবেক্ষন (Variation of the lunar altitude), অপভু (Apogee), অনুভূ (Perigee) প্রভৃতি কয়েকটি নতুন আবিষ্কারের ফলে তাদের নাম ইতিহাসে অমর হয়ে আছে ।
এছাড়াও গণিতেও এ তিন ভাইয়ের অনেক অবদান আছে যেগুলো আমরা আগামীতে আলোচনা করবো । ইনশাআল্লাহ !
#IGSRC
তথ্যসূত্র:
-
O’Connor, John J.; Robertson, Edmund F., “Banu Musa brothers”, MacTutor History of Mathematics archive, University of St Andrews
-
-
^A History of Science in World Cultures: Voices of Knowledge :: “Three brothers associated with the institution who acted as both patrons and authors were the Banu Musa, Persian sons of a court astrologer/astronomer”
-
^Bennison, Amira K. (2009). The great caliphs : the golden age of the ‘Abbasid Empire. New Haven: Yale University Press. ISBN 978-0-300-15227-2. Another important Persian lineage descended from an astronomer were the three Banu Musa brothers, Muhammad, Ahmad and Hasan, who hailed from the northeastern province of Khurasan.
-
^“The 9th-Century Islamic “Instrument Which Plays by Itself““.
-
^“Loudspeakers Optional: A history of non-loudspeaker-based electroacoustic music”