দ্বাদশ শতাদ্বীর কবি ও বিজ্ঞানী মুহম্মদ ইবনে আবদুস সামাদ আল ইস্পাহানী (1061 – c. 1121) ‘আত্ তুগরাই’ নামে প্রসিদ্ধ । তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ অ্যালকেমিস্ট, কবি এবং প্রশাসনিক সচিব । তিনি সেলজুকি সাম্রাজ্যের বেসামরিক প্রশাসনের দ্বিতীয় সর্বাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন । রসায়ন বিষয়ে তাঁর নাম আলোচনা হয়নি বললেই চলে । ইতিহাস বিকৃতির আধিক্যেতায় চাপা পড়ে গেছে । ইবনে আবদুস সামাদে কয়েকটি রসায়ন বিষয়ক গ্রন্থ নিন্মরূপ-
- জাওহারিন নাদের ফি সানয়াতেল আকসির (Book of the brilliant slone for the preparation elixir)
- জামেউল আসরার ওয়া তারাকিবুল আনওয়ার (Collection of the secrets and composition of light)
- মাফতিহুর হারাম ওয়া মাসাবিহুল হিকমাহ্ (Keys of mercy and lamps of wishdom)
- হাকায়েকুল ইশতিহাদ ফিল কিমিয়া (Truth of the evidence submitted with regards to alcemy)
মুহম্মদ ইবনে আবদুস সামাদ আল ইস্পাহানী শুধুমাত্র একজন রসায়নবিদ হিসেবে না জ্যোতির্বিদ হিসেবেও বিখ্যাত ছিলেন । এছাড়াও তিনি রসায়নে ‘মাফতিহ আল-রাহমাহ ওয়া-মাসাবিহ আল-হিকমাহ’(Mafatih al-rahmah wa-masabih al-hikmah) শিরোনামের বিশাল সংকলনের জন্যও সর্বাধিক পরিচিত ছিলেন ।
#IGSRC
তথ্যসূত্র:
- Peacock, A.C.S. (2013). “‘Imad al-Din al-Isfahani’s Nusrat al-fatra, Seljuq politics and Ayyubid origins”. In Hillenbrand, Robert; Peacock, A. C. S.; Abdullaeva, Firuza (eds.). Ferdowsi, the Mongols and the History of Iran: Art, Literature and Culture from Early Islam to Qajar Persia. I.B. Tauris.
- El Khadem, H. S. (1996). “A Translation of a Zosimos’ Text in an Arabic Alchemy Book”(PDF). Journal of the Washington Academy of Sciences): Archived from the original (PDF) on 2007-09-27. Retrieved 2006-10-12.
- Donzel, E. J. van (1994). Islamic Desk Reference. BRILL
- F.C. de Blois, ‘al-Tughra’i’ in The Encyclopaedia of Islam, 2nd edition, ed. by H.A.R. Gibbs, B. Lewis, Ch. Pellat, C. Bosworth et al., 11 vols.