ইসলামী শিক্ষাবিদ ‘ইবনে নাদিমে’র মতে ‘জাবির ইবনে হাইয়ান’ ২ হাজারের বেশী গ্রন্থ রচনা করনে । বিষয়টা অবাক করা হলেও অনেক গ্রন্থের গড় পৃষ্ঠার সংখ্যা ৮-১০ এর মত ছিলো ।
জাবির ইবনে হাইয়ানের গ্রন্থসমূহের সংখ্যা ও বিষয় হলো:
- রসায়ন বিষয়ে রচনা- ২৬৭টি
- কিতাবুত্ তাকদীর ধরণের গ্রন্থ- ৩০০টি
- দর্শন বিষয়ক গ্রন্থ- ৩০০টি
- যুদ্ধাস্ত্র বিষয়ক গ্রন্থ- ৩০০টি
- চিকিৎসা সম্বন্ধীয় গ্রন্থ- ৫০০টি
- দার্শনিক যুক্তিখন্ডন বিষয়ক গ্রন্থ- ৫০০টি
- জ্যোতির্বিজ্ঞান, জ্যামিতি ও অন্যান্য- ৫টি
রসায়ন বিষয়ক রচনা জাবির ইবনে হাইয়ান কে চির অমর করে রেখেছে । এ বিষয়ে তাঁর কয়েকটি শ্রেষ্ঠতম গ্রন্থ হলো ‘কিতাবুর রহমত’ ‘কিতাবুত তাজমী’ এবং ‘জিবাক উশ্-শরকী’
তথ্যসূত্রঃ
- All of the preceding in Kraus 1942–1943
Biggane Musolmander obodan by M.Akbar Ali