আমাদের ব্লগ

১৭৫৯ সালে ব্রাইটন সিফ্রন্টে ‘মেহমুদের ইন্ডিয়ার ভ্যাপার বাথ’ (Mahomed’s Indian Vapour Bath) নামের শ্যাম্পুর দোকান

পৃথিবীর ইতিহাসে আরবীয় মুসলমানরা সর্বপ্রথম সুগন্ধি দ্রব্য হিসাবে সোডিয়াম হাইড্রোআক্সাইড ও এরোমেটিক্সের সঙ্গে শাক-সব্জির তৈল মিশিয়ে শ্যাম্পু তৈরি করে। মুসলমানদের মত ক্রুসেডাররা অজু-গোসল করতো না। এমনকি তাদের কোন গোসল খানা কিংবা টয়লেট পর্যন্ত ছিল না! তাই তাদের শ্যাম্পুর কোন প্রয়োজন হত না।

এরই ধারাবাহিকতায় বাঙ্গালী মুসলমান শেখ দ্বীন মুহম্মদ ইংল্যান্ডে শ্যাম্পুর প্রচলন করেন। তিনি ১৭৫৯ সালে ব্রাইটন সিফ্রন্টে ‘মেহমুদের ইন্ডিয়ার ভ্যাপার বাথ’ (Mahomed’s Indian Vapour Bath) নামে একটি শ্যাম্পুর দোকান খোলেন।

ইংল্যান্ডবাসী কিভাবে শ্যাম্পুব্যাবহার করতে হয় তা বাঙ্গালী মুসলমান শেখ দ্বীন মুহম্মদের কাছ থেকে হাতে কলমে শিখেছিল।

পরবর্তীতে শেখ দ্বীন মুহম্মদ কথিত তৎকালীন ইংল্যান্ডের সম্রাট চতু্র্থ জর্জ ও চতু্র্থ উইলিয়ামের অনুরোধে ইংল্যান্ডের শ্যাম্পুয়িং সার্জন(Shampoing Surgeon) হিসেবে যোগ দিয়েছিলেন।

তথ্যসূত্র:

  • Fisher, Michael Herbert, ed. (1997). The Travels of Dean Mahomet: An Eighteenth-Century Journey Through India. University of California Press. ISBN978-0-520-20717-2.Shampooing; or, benefits resulting from the use of the Indian medicated vapour bath. Brighton: Creasy & Baker. 1823.Shampooing; or, Benefits resulting from the use of the Indian medicated vapour bath(3rd ed.). Bath: Wm. Fleet. 1838.