আমাদের ব্লগ

সমাজ বিজ্ঞান
মুসলিম বিজ্ঞানী ‘ইবনে খালদুনে’র সমাজ বিজ্ঞান আবিষ্কারের কৃতিত্ব ‘Auguste Comte’ এর নামে চালিয়ে দেয়া হয়েছিল ।

ইতিহাস লিখতে গিয়ে যে স্পেনীয় বিজ্ঞানী ‘সমাজ বিজ্ঞান’ নামক নতুন বিজ্ঞান এবং ধরণার জন্ম দেন তিনি হলেন ‘আবদুর রহমান ইবনে মুহম্মদ ইবনে খালদুন আল হাজরামী’ (জন্ম:১৩৩২ – মৃত্যু: ১৪০৬ ইসায়ী) । তিনি তিউনিসে জন্মগ্রহন করেন এবং মাত্র ১৭বছর বয়সে সকল শিক্ষা সমাপ্ত করেন । তার জীবন ছিলো নানা ঘাত-প্রতিঘাতে পরিপূর্ণ । তিনি নানা রাজন্যবর্গের সংস্পর্শে আসেন এবং বিশ্বের বিভিন্ন জায়গা ভ্রমন করেন । সক্রিয় রাজনীতির ময়দানে একসময় তাঁর বিতৃষ্ণা দেখা যায় এবং তিনি ‘ইবনে সালামার’ নির্জন দূর্গে জ্ঞান চর্চায় লিপ্ত হন । ১৩৭৪ থেকে ১৩৭৮ ইসায়ী সন পর্যন্ত এই চার বছর তিনি উত্তর আফ্রিকার উক্ত দূর্গে ঘবেষনায় লিপ্ত থাকেন । এ সময়ের মধ্যে তিনি ‘সমাজ বিজ্ঞান’ নামক নতুন বিদ্যার ধরণার উদ্ভাবন করেন । ১৩৮০ সালে তিউনিশের জাইতুন বিশ্ববিদ্যালয়ে বসে তিনি তাঁর বিশ্ব ইতিহাসের প্রথম খন্ড আল-মুকাদ্দিমা রচনা করেন । এটি ছিলো এক বিষ্ময়কর সৃষ্টি । বিশ্বের সকল দেশের গবেষকগণ এক বাক্যে এই গ্রন্থের শ্রেষ্ঠত্ব ও অভিনবত্বের প্রশংসা করেছেন ।

অথচ ‘ইবনে খালদুনের এই কৃতিত্বকে চাপা দিয়ে পশ্চিমা বিশ্ব ‘Auguste Comte’ কে সমাজ বিজ্ঞানের জনক হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরে । তাদের তথ্য মতে ১৮৩৮ সালে সমাজ বিজ্ঞানের উদ্ভব হয় । এটি সম্পূর্ণ মিথ্যা এবং হতাশাজনক একটি অধ্যায় যে ‘Auguste Comte’ এর ৫ শত বছর আগে ‘ইবনে খালদুন’ ‘সমাজ বিজ্ঞান’ আবিষ্কার করলেও সেটাকে সবার দৃষ্টির অন্তরালে নিয়ে, প্রকৃত ইতিহাস বিকৃত করে মুসলমানদের কৃতিত্ব অন্যদের নামে চালিয়ে দেয়া হয় ।

 

#IGSRC

 

তথ্যসূত্র:

  1. “Ibn Khaldun – His Life and Work”. Archived from the original on 13 September 2013. Retrieved 25 February 2017.
  2. Ahmad, Zaid (2010). “Ibn Khaldun”. In Oliver Leama (ed.). The Biographical Encyclopaedia of Islamic Philosophy. Continuum.
  3. Ahmad, Zaid (2003). The epistemology of Ibn Khaldun. New York: RoutledgeCurzon. ISBN 978-0-415-61275-3.
  4. Schmidt, Nathaniel. Ibn Khaldun: Historian, Sociologist and Philosopher. Universal Books, 1900.