ইতিহাস লিখতে গিয়ে যে স্পেনীয় বিজ্ঞানী ‘সমাজ বিজ্ঞান’ নামক নতুন বিজ্ঞান এবং ধরণার জন্ম দেন তিনি হলেন ‘আবদুর রহমান ইবনে মুহম্মদ ইবনে খালদুন আল হাজরামী’ (জন্ম:১৩৩২ – মৃত্যু: ১৪০৬ ইসায়ী) । তিনি তিউনিসে জন্মগ্রহন করেন এবং মাত্র ১৭বছর বয়সে সকল শিক্ষা সমাপ্ত করেন । তার জীবন ছিলো নানা ঘাত-প্রতিঘাতে পরিপূর্ণ । তিনি নানা রাজন্যবর্গের সংস্পর্শে আসেন এবং বিশ্বের বিভিন্ন জায়গা ভ্রমন করেন । সক্রিয় রাজনীতির ময়দানে একসময় তাঁর বিতৃষ্ণা দেখা যায় এবং তিনি ‘ইবনে সালামার’ নির্জন দূর্গে জ্ঞান চর্চায় লিপ্ত হন । ১৩৭৪ থেকে ১৩৭৮ ইসায়ী সন পর্যন্ত এই চার বছর তিনি উত্তর আফ্রিকার উক্ত দূর্গে ঘবেষনায় লিপ্ত থাকেন । এ সময়ের মধ্যে তিনি ‘সমাজ বিজ্ঞান’ নামক নতুন বিদ্যার ধরণার উদ্ভাবন করেন । ১৩৮০ সালে তিউনিশের জাইতুন বিশ্ববিদ্যালয়ে বসে তিনি তাঁর বিশ্ব ইতিহাসের প্রথম খন্ড আল-মুকাদ্দিমা রচনা করেন । এটি ছিলো এক বিষ্ময়কর সৃষ্টি । বিশ্বের সকল দেশের গবেষকগণ এক বাক্যে এই গ্রন্থের শ্রেষ্ঠত্ব ও অভিনবত্বের প্রশংসা করেছেন ।
অথচ ‘ইবনে খালদুনের এই কৃতিত্বকে চাপা দিয়ে পশ্চিমা বিশ্ব ‘Auguste Comte’ কে সমাজ বিজ্ঞানের জনক হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরে । তাদের তথ্য মতে ১৮৩৮ সালে সমাজ বিজ্ঞানের উদ্ভব হয় । এটি সম্পূর্ণ মিথ্যা এবং হতাশাজনক একটি অধ্যায় যে ‘Auguste Comte’ এর ৫ শত বছর আগে ‘ইবনে খালদুন’ ‘সমাজ বিজ্ঞান’ আবিষ্কার করলেও সেটাকে সবার দৃষ্টির অন্তরালে নিয়ে, প্রকৃত ইতিহাস বিকৃত করে মুসলমানদের কৃতিত্ব অন্যদের নামে চালিয়ে দেয়া হয় ।
#IGSRC
তথ্যসূত্র:
- “Ibn Khaldun – His Life and Work”. Archived from the original on 13 September 2013. Retrieved 25 February 2017.
- Ahmad, Zaid (2010). “Ibn Khaldun”. In Oliver Leama (ed.). The Biographical Encyclopaedia of Islamic Philosophy. Continuum.
- Ahmad, Zaid (2003). The epistemology of Ibn Khaldun. New York: RoutledgeCurzon. ISBN 978-0-415-61275-3.
- Schmidt, Nathaniel. Ibn Khaldun: Historian, Sociologist and Philosopher. Universal Books, 1900.