আমাদের ব্লগ

বিখ্যাত বাঙ্গালী চিকিৎসাবিদ মুহম্মদ আল মাহাদী বিন আলী আল হিন্দ সুনপুরী

চিকিৎসা বিজ্ঞানে স্থান পাবার মত একজন বাঙ্গালী চিকিৎসক আছেন এরকম তথ্য জানা যেত না কিছুদিন আগেও । বাঙ্গালীদের গর্ব এই বিজ্ঞানীর নাম মুহম্মদ আল মাহাদী বিন আলী আল হিন্দ সুনপুরী আল ইয়ামানী । তাঁর লক্বব সুনপুরী (সুবর্ণপুর) বাংলা পরিচয় এবং ইয়ামেনের আল মুকরীতে স্থায়ী বসবাসকরী হিসেবে ব্যাবহৃত হয়েছে । ইয়ামেনের আল মুকরীতে স্থায়ীভাবে বসবাস করতেন । তাঁর জীবন সর্ম্পকে তেমন কিছু জানা যায় না ।

সারটন তার Introduction to the history of science (vol. 111, part-2. Page-1215) গ্রন্থে মুহম্মদ আল মাহাদী বিন আলীকে হিন্দু বলে অবিহিত করেছে যা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য ছিল মুসলমানদের প্রর্কৃত ইতিহাস বির্কৃত করা । এবং সারটনের এই বক্তব্য যে সত্য নয় তা বিখ্যাত ইতিহাসবিদ এম আকবর আলীও তাঁর ‘বিজ্ঞানে মুসলমানদের দান’ নামক গ্রন্থে লিখে গিয়েছিলেন ।

মুহম্মদ আল মাহাদী (মৃত্যু-1432ইসায়ী) চিকিৎসা বিষয়ে রচনা করেছিলেন ‘রহমা ফিততীব ওয়াল হিকমাহ’ শিফা ওয়াল আজসাম, ‘তাশ হিলুল আনাফী ফিততীব ওয়াল হিকমাহ’ নামক বিখ্যাত গ্রন্থ গুলোকে । এর মধ্যে ‘রহমা ফিততীব ওয়াল হিকমাহ’ গ্রন্থকে চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ বলা হত এবং এটি ৫টি খন্ডে বিভক্ত ছিল । পরবর্তী পোষ্টে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো ।

#IGSRC

সূত্র:

(1) The Enclyclopaedia of Islam
(2) The Enclyclopaedia of Britanica
(3) Biggane Musolmaner dan : M.Akbor Ali
(4) History of Muslim culture : k. ali